
JOYNAGAR JULMAT ALI HIGH SCHOOL
EIIN-113654
News:
জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। পাঠদানের প্রাথমিক অনুমতি/প্রথম স্বীকৃতি ১৯৭০-১২-২৮খ্রিঃ এবং একাডেমিক কার্যক্রম শুরু হয় ১৯৭০ সাল থেকে। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গ্রামে প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে মরহুম কলম আলী খান তার পিতা জনাব জুলমত আলী খানের নামে স্কুলটি নামকরন করা হয়। প্রতিষ্ঠানটির মূলনীতি চারটি ‘ শিক্ষা, নৈতিকতা, মানবতা ও দেশপ্রেম ‘ । ছেলেমেয়েদের গুণগত মানের শিক্ষা প্রদান এবং মূূলনীতির আলোকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই স্বপ্নের বাস্তবায়নেই পাঠদানের জন্য প্রতিষ্ঠানের জন্ম।